দেশ ব্রেকিং নিউজ

ছয় দিনের লকডাউন রাজধানীতে

করোনার দ্বিতীয় ঢেউ আরও ভয়াবহ আকার নিয়েছে। দ্রুত সংক্রমণ বেড়ে চলায় এবার বড় সিদ্ধান্ত নিল দিল্লি সরকার। ১৯ এপ্রিল মধ্যরাত থেকে ২৬ এপ্রিল সকাল পর্যন্ত রাজধানীতে চলবে সম্পূর্ণ লকডাউন। সোমবার ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সূত্রের খবর, আজ থেকে সমস্ত প্রাইভেট সেক্টর ওয়ার্ক ফর্ম হোম করবে। শুধুমাত্র সরকারি অফিস খোলা থাকবে বলেই জানানো হয়েছে।
রবিবার দিল্লির দৈনিক সংক্রমণের হার পুরনো সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫,৪৬২ জন। এই সংখ্যায় রাশ টানতে ও করোনা শৃঙ্খল ভাঙতেই এক সপ্তাহ সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন কেজরিওয়াল সরকার। কেজরিওয়াল জানান, সোমবার রাত ১০টা থেকে এই লকডাউন কার্যকর হবে। ২৬ এপ্রিল ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে লকডাউন।
দিল্লির মুখ্যমন্ত্রী জানান যে, প্রথম দিন থেকেই করোনা সম্পর্কিত সমস্ত খবর নিয়ে মানুষের সঙ্গে স্বচ্ছ ছিল তার সরকার। করোনা পরিস্থিতি কীভাবে ক্রমশ খারাপ হয়েছে এবং হাসপাতালের কী পরিস্থিতি সমস্ত মানুষকে পরিষ্কার জানিয়েছে তার সরকার। হাসপাতালের আইসিইউ বেডের ঘাটতির কথাও স্পষ্ট জানিয়েছেন বলে তিনি দাবি করেছেন। কেজরিওয়ালের কথায়, দিল্লির স্বাস্থ্য ব্যবস্থা একটা সীমায় পৌঁছে গিয়েছে। দিল্লির মানুষের থেকে আমরা সহযোগিতা পেয়েছি। আমরা এই মহামারীর বিরুদ্ধে একসঙ্গে লড়ব।
রবিবার রেকর্ড সংক্রমণ দেখে দিল্লি। আক্রান্ত হন ২৫ হাজার ৪৬২ জন। এই মুহূর্তে প্রতি তিন টেস্টের মধ্যে ১ জন পজিটিভ পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতিতে সংক্রমণে বেড়ি পরানোর প্রথম ধাপে পা দিল দিল্লি সরকার। ৬ দিনের লকডাউনে মানুষ বাড়িতে থাকলে সংক্রমণ ঠেকানো সহজ হবে। সঙ্গে ভ্যাকসিন দেওয়ার প্রয়োজনীয়তার কথাও বারবার বলে আসছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।