দেশ ব্রেকিং নিউজ

ছয়টি কাশির সিরাপ তৈরির কোম্পানিকে সাসপেন্ড

ভারতীয় কফ সিরাপে শিশু মৃত্যুর জের! ভারতের তৈরি কাশির সিরাপ খেয়ে উজবেকিস্তানে শিশু মৃত্যুর ঘটনায় শুক্রবার গ্রেফতার করা হয়েছে আরও তিনজনকে। একইসঙ্গে মহারাষ্ট্রের ছয়টি কাশির সিরাপ তৈরির কোম্পানিকে সাসপেন্ড করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই ৪টি সংস্থাকে কাশির সিরাপ পুরোপুরি উৎপাদন বন্ধ করে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী ১৭টি সংস্থাকে নিয়ম ভাঙার জন্য শোকজ নোটিশও দেওয়া হয়েছে। অন্যদিকে,ভারতে আর কোথায় ভুয়ো ওষুধ তৈরি বা বিক্রি হচ্ছে তা জানতে ইতিমধ্যেই ওষুধ কোম্পানিগুলিতে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ শুরু করেছে কেন্দ্রীয় সরকার।

উল্লেখ্য,গাম্বিয়ায় ভারতের তৈরি কাশির সিরাপ খেয়ে ৬৬ জন শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছিল পুলিশ। মোট ১০৮ টি সংস্থার মধ্যে ৮৪ টি সংস্থার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অভিযোগ, পশ্চিম আফ্রিকার নানা দেশে বিষাক্ত ওষুধ রপ্তানি করেছে ভারতীয় ওষুধ সংস্থা মেডেন ফার্মাসিউটিক্যাল। বিশেষ কয়েকটি কাশির সিরাপ খাওয়ার ফলে শিশুদের কিডনি বিকল হয়ে সব মিলিয়ে মোট ৬৬ জন শিশুর মৃত্যু হয়। এরপরই ওই কোম্পানির বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কোম্পানির বিরুদ্ধে সতর্কতাও জারি করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারতের তৈরি ওই কাশির সিরাপ পরীক্ষা করে দেখা গিয়েছে,বেশ কিছু বিষাক্ত কেমিক্যাল রয়েছে কাশির সিরাপের মধ্যে। এই ওষুধ খাওয়ার ফলে পেট ব্যথা, বমির মতো উপসর্গ দেখা দেয়। তারপরেই কিডনি বিকল হয়ে নিশ্চিত মৃত্যুর কোলে ঢোলে পড়ে তারা।