আবার করোনার সংক্রমণের থাবা বসালো রাজ্যে। আর তাতেই হইহই কাণ্ড ঘটে গেল। রাজ্যের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছিল কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। তাঁদের নিরাপত্তায় থাকা ৬ জন বিএসএফ জওয়ান এখন করোনা ভাইরাসে আক্রান্ত। তাঁরা এম আর বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন। এমনকী তাঁদের আরও ৫০ জন জওয়ানকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
দু’সপ্তাহ আগে করোনা পরিস্থিতি দেখতে দু’টি কেন্দ্রীয় দল আসে রাজ্যে। কলকাতাকে কেন্দ্র করে নিরাপত্তার দায়িত্বে থাকতেন তিন গাড়ি বিএসএফ জওয়ান। তাঁরা রাজ্যের বিভিন্ন করোনা হাসপাতাল পরিদর্শন করেন। আক্রান্তদের সঙ্গে কথা বলেন। করোনা সংক্রমণে মৃতদের বাড়িতেও যান তাঁরা। অতি স্পর্শকাতর এলাকাগুলির নিরাপত্তা ব্যবস্থা কেমন তা দেখেন। অন্য একটি দল যায় উত্তরবঙ্গে।
বিএসএফ সূত্রে খবর, যে ৬ জন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে দু’জন চালক এবং একজন অপারেটার রয়েছেন। গত সোমবারই ওই দল দিল্লি ফিরে যায়। সেদিনই এক এসকর্ট পাইলটের করোনা পজেটিভ ধরা পড়ে। পরে বাকিদেরও পরীক্ষা করা হয়। তাঁদের মধ্যে ৬ জনের পরীক্ষার ফল পজেটিভ আসে। এই নিয়ে এখন আতঙ্ক তৈরি হয়েছে।