এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ডিজিটালি আক্রমণ করলেন সীতারাম ইয়েচুরি। সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির মুখেও শোনা গেল ‘পাউরি হো রহি হ্যায়’। সোশ্যাল মিডিয়ায় এই লাইন ভাইরাল হয়েছে। আর এই লাইনকে হাতিয়ার করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র কটাক্ষ করলেন তিনি। গুজরাটের মোতেরা স্টেডিয়ামের নাম বদল প্রসঙ্গে এভাবে মোদীকে নিশানা করে তিনি বলেন, ‘এখানে পুঁজিপতিদের পাউরি হচ্ছে।’
সর্দার বল্লভভাই প্যাটেলের নামাঙ্কিত নবনির্মিত স্টেডিয়ামটি উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে নামকরণ করা হয়েছে স্টেডিয়ামটির। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েছেন বিরোধীরা। এই সিদ্ধান্ত সর্দার বল্লভভাই প্যাটেলের জন্য অবমাননাকর বলে দাবি বিরোধীদের। পাশাপাশি এখানে পুঁজিপতিদের খেলা আছে বলে মনে করেন সিপিএমের সাধারণ সম্পাদক।
জানা গিয়েছে, এই মাঠের একটি স্ট্যান্ডের নাম দেওয়া হয়েছে শিল্পপতি মুকেশ আম্বানির সংস্থা ও অন্যটির নাম করা হয়েছে শিল্পপতি গৌতম আদানির নামে। আর এই বিষয়টিকেই নিজের টুইটে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছেন সীতারাম ইয়েচুরি। তিনি জানান, ইয়ে নরেন্দ্র মোদী স্টেডিয়াম হ্যায়, ইয়ে উনকি দো এন্ড হ্যায়..অওর ইয়ে ক্রোনিস কি পাউরি হো রহি হ্যায়।
এই পুরো টুইটে ব্যাঙ্গের সঙ্গে ছিল তীব্র রাজনৈতিক খোঁচা। দুই শিল্পপতির নামে মাঠের দু’টি অংশের নামকরণ করা নিয়ে সরকার তথা প্রধানমন্ত্রীর দিকে তীব্র কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন তিনি। এতদিন পর্যন্ত পাকিস্তানি তরুণী মোবিন দাদানির পাওরি ভিডিও নিয়ে ট্রোলিং সীমাবদ্ধ ছিল সোশ্যাল মিডিয়াতে। এবার তা ঠাঁই নিয়েছে রাজনৈতিক তরজাতেও। কিছুদিন আগে রাহুল গান্ধী আক্রমণ করে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে বলেছিলেন, হাম দো, হামারে দো।
