গরমের এই চড়া রোদের দুপুরে আখের রসে চুমুক দিলেই যেন প্রাণ ঠাণ্ডা হয়ে যায়। শুধুমাত্র তেষ্টা মেটাতেই নয়, আখের রসে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীর থেকে দূষিত পদার্থ নির্মূল করে শরীরকে ভিতর থেকে ঝরঝরে করে তোলে।শুধু স্বাদেই নয়,পুষ্টিগুণেও ভরপুর আখের রস। আসুন তাইলে জেনে নেওয়া যাক আখের রসের কিছু উপকারিতা।
• লিভার ভালো রাখে:
লিভার ভালো রাখতে ও কার্যক্ষমতা বৃদ্ধি করতে আখের রস খুবই উপকারি।জন্ডিসের রোগীদের ক্ষেত্রেও আখের রস খাওয়া খুব ভাল।প্রস্রাবের সংক্রমণ জনিত সমস্যায় ভুগলেও আখের রস খেলে উপকার পেতে পারেন।
• কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে:
আখে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। যা কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি দিতে পারে। এছাড়াও ফাইবার কোলেস্টেরলের সমস্যাকে নিয়ন্ত্রণে রাখে।
• রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়:
আখের রসে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।গরমকালে আখের রস পান করলে শরীর ঠাণ্ডা থাকে এবং ভাইরাস ও ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি কম থাকে।
• ডায়াবেটিস নিয়ন্ত্রন করে:
আখের রসের মধ্যে আইসোম্যাল্টোজ নামক একটি উপাদান থাকে,যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।হাইপোগ্লাইসিমিয়ায় আক্রান্ত রোগীদের জন্য এই রস ভীষণ উপকারি।তবে কতটা পরিমাণে খাবেন তা চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়াই ভালো।