দেশ ব্রেকিং নিউজ

অক্টোবরে আসছে সিঙ্গল ডোজ টিকা

অক্টোবর মাসেই জনসন অ্যান্ড জনসনের সিঙ্গল ডোজের ভ্যাকসিন আসতে চলেছে। একইসঙ্গে শিশুদের করোনার ভ্যাকসিন দেওয়াও শুরু হতে চলেছে আগামী মাসেই। স্বাস্থ্যমন্ত্রকের সূত্রে এমনটাই জানা গিয়েছে। তবে ঠিক কবে থেকে তা শুরু হবে, সেই দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। মন্ত্রকের একাংশের প্রস্তাব, মহাত্মা গান্ধীর জন্মদিন ২ অক্টোবর থেকে তা শুরু হোক।

এখনও পর্যন্ত জাইডাস ক্যাডিলার তৈরি ‘জাইকোভ-ডি’ ভ্যাকসিনই ১২ থেকে ১৭ বছর বয়সিদের লাগানোর অনুমোদন মিলেছে। ফলে ওই ভ্যাকসিন সরবরাহের বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে চুক্তি চূড়ান্ত হলেই টিকাকরণ শুরু হবে। প্রাথমিকভাবে কোমর্বিড শিশুরাই অগ্রাধিকার পাবে। পরে সাধারণ। স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে আনুমানিক ৩০ লক্ষ কোমর্বিড শিশু রয়েছে। গোটা দেশে ১২-১৭ বছর বয়সের শিশু-কিশোরের সংখ্যা ১৩ কোটির কাছাকাছি।

জাইডাস ক্যাডিলার পক্ষ থেকে কেন্দ্রকে জানানো হয়েছে, সরকারের সঙ্গে দামের বিষয়টি ঠিক হয়ে গেলেই তারা মাসে প্রায় ৪০ লক্ষ ডোজ তৈরি করতে সক্ষম। পরে উৎপাদন বাড়িয়ে ৪ থেকে ৫ কোটি করা যেতে পারে। সরকারকে ভ্যাকসিনের ভায়াল কিনতে হলেও কেন্দ্রের ব্যবস্থায় ২১ জুন থেকে যেভাবে প্রাপ্তবয়ষ্করা সরকারি টিকাকেন্দ্রে বিনামূল্যে ভ্যাকসিন পাচ্ছেন, একইভাবে শিশুরাও তা পাবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ।

উল্লেখ্য, জাইকোভ-ডি’র পাশাপাশি শিশুদের জন্য ভারত বায়োটেকের ‘কোভ্যাকসিন’ও শীঘ্রই আসতে চলেছে। অন্যদিকে, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, গোয়া, মণিপুরের মতো আগামী বছরের গোড়ার দিকে যে পাঁচ রাজ্যে বিধানসভা ভোট, সেখানে নির্বাচনের আগেই প্রাপ্তবয়ষ্কদের অন্তত করোনার টিকার একটি ডোজ দেওয়ার টার্গেট করেছে কেন্দ্র।