বিনোদন

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি কবীর সুমন

প্রবল শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে সোমবার সকালে এসএসকেএম হাসপাতালে ভর্তি হলেন বিশিষ্ট সংগীতশিল্পী কবীর সুমন। তাঁকে ওই হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর জ্বর ছাড়াও তাঁর অন্যান্য কিছু সমস্যা রয়েছে। এদিন কবীর সুমনকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

সূত্রের খবর, হাসপাতালে ভর্তির সময় সুমনের শরীরে অক্সিজেনের মাত্রা ছিল ৯০, ফলে তাঁকে অক্সিজেন দিতে হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন ডাঃ সৌমিত্র ঘোষের অধীনে। তাঁর করোনা পরীক্ষা করা হলেও রিপোর্ট আসেনি বলেই জানা যাচ্ছে। তাঁর বুকের এক্স-রে, স্ক্যান ও রক্তপরীক্ষা করা হবে বলেও জানা গিয়েছে।