খেলাধুলা

কোরিয়া ওপেনের শেষ চারে পৌঁছে গেলেন সিন্ধু, শ্রীকান্ত

কোরিয়া ওপেনের শেষ চারে পৌঁছে গেলেন পিভি সিন্ধু এবং কিদাম্বি শ্রীকান্ত। এবারের মহিলাদের সিঙ্গলস কোয়ার্টার ফাইনালে দু’বারের অলিম্পিক পদকজয়ী এবং তৃতীয় বাছাই সিন্ধু পরাজিত করেন থাইল্যান্ডের বাসানান ওংবামরুংফানকে। প্রতিপক্ষের বিরুদ্ধে ভারতীয় শাটলারের এটা ১৭তম জয়। উত্তেজনাপূর্ণ ম্যাচের ফলাফল ২১-১০, ২১-১৬।

সেমিফাইনালে জাপানের সাইনা কাওয়াকামি বা কোরিয়ার অ্যান সেইয়ংয়ের মুখোমুখি হবেন সিন্ধু। গত মাসে সুইস ওপেনে বাসানানের থেকে জয় ছিনিয়ে নিয়েছিলেন সিন্ধু। এদিন ওপেনিং গেমে ৫-২ এ এগিয়ে গিয়েছিলেন থাই প্রতিপক্ষ। কিন্তু বাকি সময়টা ম্যাচে আধিপত্য দেখায় ভারতীয় শাটলার। প্রথম গেম অনায়াসে নিজেদের কোটে করে নেন সিন্ধু। দ্বিতীয় গেমেও সেই একই মেজাজ ধরে রাখেন ভারতীয় শাটলার।

অন্যদিকে বিশ্বের দুই প্রাক্তন এক নম্বরের মধ্যে বাজিমাত করেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপোজয়ী কিদম্বি শ্রীকান্ত। পুরুষদের সিঙ্গলস কোয়ার্টার ফাইনালের ম্যাচে এক ঘণ্টার লড়াইয়ে কোরিয়ান প্রতিপক্ষ সোন ওয়ান হোকে ২১-১২, ১৮-২১, ২১-১২ গেমে পরাজিত করেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা। এর আগে শেষ তিন সাক্ষাতে তাঁর কাছে হেরে গিয়েছিলেন শ্রীকান্ত। কিন্তু এদিন ভাগ্য ছিল সাথে।অনায়াসেই কোরিয়ান প্রতিপক্ষকে হারান পঞ্চম বাছাই। সেমিফাইনালে কুনলাভূত ভিতিদসার্ন এবং জোনাথন ক্রিস্টি ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে খেলবেন শ্রীকান্ত।