নভেম্বরের মাঝামাঝি হয়ে গেল, শীত এখনও অনেক দূরেই। গ্রাম বাংলায় ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভূত হতে শুরু করেছে। তবে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে শীতের আমেজ সেভাবে নেই। আবহাওয়া মূলত শুষ্কই রয়েছে। তবে, শুক্রবার একধাক্কায় বেশ কিছুটা পারদ-পতন হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, শুক্রবারের পর থেকেই তাপমাত্রা কমতে থাকবে। বিশেষ করে রাতের তাপমাত্রা কমবে। দক্ষিণ ও উত্তর দুই বঙ্গেই শীতের আমেজ অনুভূত হবে। যদিও, উত্তরবঙ্গের পাহাড়ঘেঁষা জেলাগুলিতে ইতিমধ্যেই ঠান্ডা রয়েছে। এবার সমতলেও মিলবে শীতের রেশ। তার আগে শুক্রবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকল স্বাভাবিকের ঊর্ধ্বে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি বেশি।
হাওয়া অফিস জানিয়েছে, ১৫ নভেম্বরের পর থেকে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিমবঙ্গে উত্তুরে হাওয়া প্রবেশ করবে। শীতের আমেজও অনুভূত হবে বিস্তীর্ণ অংশে। ১৫-২১ নভেম্বর এই সময়ে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রার পারদও নামবে।