ব্রেকিং নিউজ রাজ্য

রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি কবে থেকে?

বিধানসভায় পেশ হওয়া বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির খাতে বরাদ্দ করা হয়েছে হাজার কোটি টাকা। তাই মনে করা হচ্ছে আগামী জুলাই মাসে বর্ধিত বেতন হাতে পেতে পারেন রাজ্য সরকারি কর্মচারীরা।

২০২২-২৩ অর্থবর্ষের বেতনের জন্য বরাদ্দ অর্থ বৃদ্ধি করা হয়েছে। যা গত অর্থবর্ষের খরচের তুলনায় প্রায় এক হাজার কোটি টাকা বেশি। প্রতিবছর জুলাই মাসে নিয়মমাফিক সরকারি কর্মীদের তিন শতাংশ হারে বেতন বৃদ্ধি হওয়ার কথা।

আর সে কারণেই একাধিক সংবাদমাধ্যমের রিপোর্টের তথ্য বলছে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন জুলাই মাসে বাড়তে পারে।তবে বেতন বৃদ্ধি হলেও ডিএ বৃদ্ধির বিষয়ে এখনও কিছু জানায় নি রাজ্য।

অন্য দিকে, বাজেট পেশের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কারণেই ডিএ দেওয়া সম্ভব হচ্ছে না। একই সঙ্গে রাজ্যের আর্থিক পরিস্থিতির মোড় ঘুরলেই ডিএ বাড়ানো হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। সরকারি বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত বিষয়ে সঠিক ভাবে কিছুই বলা যাচ্ছে না।

সূত্রের খবর, ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ২০২০ সালের জানুয়ারি মাস থেকে রাজ্য সরকারি কর্মচারীদের বর্ধিত হারে বেতন দেওয়া হয়ে থাকে। অর্থ দফতরের রোপা ১৯-এর বিজ্ঞপ্তি অনুযায়ী বেতন বৃদ্ধির সময় নির্ধারণ করা হয়েছে জুলাই মাস। সেই নিয়ম মেনেই বেতন বৃদ্ধি হতে পারে বলেই খবর। যদিও ডিএ বৃদ্ধি কিংবা ঠিক কোন হারে বছরে বেতন বৃদ্ধি হবে, তার উল্লেখ নেই ওই বিজ্ঞপ্তিতে।