সোমবার সকাল থেকেই মুখভার আকাশের। কোথাও কোথাও শুরু হয়েছে ঝিরি ঝিরি বৃষ্টি। রবিবার সকালেও জেলায় জেলায় প্রবল বৃষ্টি হয়। কলকাতা ও পার্শ্ববর্তী সব জেলাতেই মেঘলা আকাশ চোখে পড়ে। যার ফলে গরমের প্রভাব অনেকটা কমেছে। তীব্র তাপপ্রবাহ কাটিয়ে বৃষ্টিতে মিলেছে সাময়িক স্বস্তি।
রবিবার সকালেই বজ্রবিদ্যুত্ সহ প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়ে যায় তারকেশ্বর-সহ হুগলি জেলার বিভিন্ন এলাকায়। কালো মেঘে ঢেকে যায় চারপাশ। বজ্রবিদ্যুত্-সহ ভারী বৃষ্টিপাত হয় আরামবাগেও। আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবারের মতই সোমবারও বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানেও প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর, কলকাতা, উত্তর ২৪ পরগনার কিছু এলাকায়। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
আবহাওয়া দফতরে পূর্বাভাস অনুযায়ী আজ সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে ইতিমধ্যেই ঢুকতে শুরু করেছে বাতাস। উত্তরবঙ্গে সমস্ত জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি থাকছে। বিশেষত উত্তরের উপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে হতে পারে বেশি বৃষ্টি। তুলনামূলক মালদা এবং দুই দিনাজপুরে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা।