বলিউডের অভিনেত্রী শিল্পা শেট্টি এবং তাঁর স্বামী রাজ কুন্দ্রা ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন মডেল-অভিনেত্রী শার্লিন চোপড়ার বিরুদ্ধে। মুম্বই পুলিশের কাছে শার্লিন চোপড়া রাজ-শিল্পা দম্পতির বিরুদ্ধে প্রতারণা এবং মানসিক নির্যাতনের অভিযোগ দায়ের করেছিলেন।
অভিযোগ, রাজ কুন্দ্রা এবং শিল্পা শেট্টি তাঁকে মানসিক নির্যাতন করেছেন। এমনকি তাঁকে মামলা তুলে নেওয়ার জন্য বারবার হুমকি দিয়েছেন রাজ কুন্দ্রা। এমন অভিযোগের পরে শার্লিনের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন রাজ-শিল্পা দম্পতি। এই মানহানির মামলা দায়ের করা হয়েছে নোডাল সাইবার পুলিশ স্টেশনে।
রাজ এবং শিল্পার আইনজীবী জানিয়েছেন, তাঁরা আইন মেনেই সব কিছু করেছেন এবং দেশের আইনের উপর সম্পূর্ণ বিশ্বাস তাদের রয়েছে। সুবিচার তাঁরা পাবেন।
উল্লেখ্য, শার্লিন চোপড়া গত ১৪ অক্টোবর মুম্বইয়ের জুহু পুলিশ স্টেশনে নির্দিষ্ট দিন উল্লেখ করে অভিযোগ দায়ের করে জানান, রাজ কুন্দ্রা তাঁকে যৌন হেনস্থা এবং মানসিক নির্যাতনের পাশাপাশি প্রতারণাও করেছেন।