জেলা

শিলিগুড়ির প্রশাসক অশোক ভট্টাচার্য

বিতর্কে ইতি টেনে অশোক ভট্টাচার্যকেই শিলিগুড়ির প্রশাসক বোর্ডের প্রধানের দায়িত্ব দেওয়া হচ্ছে। পুর ও নগরোন্নয়ন দপ্তর সূত্রে এই খবর জানানো হয়েছে। আগামী ১৭ মে এই পুরসভার বামফ্রন্ট পরিচালিত বোর্ডের মেয়াদ শেষ হচ্ছে। কলকাতা পুরসভার মডেলে এখানে অশোকবাবুকেই প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান হিসাবে মনোনীত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কয়েকদিনের মধ্যেই রাজ্য পুর–নগোরন্নয়ন দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি হবে। বিরোধী দখলে থাকা শিলিগুড়ি পুরসভার মেয়রকে প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান করে অনন্য নজির সৃষ্টি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
করোনাভাইরাসের কারণে পুরসভা নির্বাচন এখন বিশ বাঁও জলে। ফলে সেখানেও প্রশাসক বোর্ডের ওপরেই পুরসভা চালানোর দায়িত্ব দেওয়া হচ্ছে। ২০১৫ সালে পুরসভা নির্বাচনে জেতার পর শিলিগুড়ি পুরসভার ক্ষমতা দখল করে সিপিএম নিয়ন্ত্রিত বামফ্রন্ট। ওই বছর ১৭ মে তারা পুরসভার বোর্ড গঠন করে। মেয়র হিসাবে নির্বাচিত হন সিপিএম নেতা অশোক ভট্টাচার্য ও ডেপুটি মেয়র হন আরএসপির রামভজন মাহাত। আগামী ১৭ মে বর্তমান বোর্ডের মেয়াদ শেষ হচ্ছে।
অশোকবাবু বলেন, ‘‌আমাদের সঙ্গে মন্ত্রী, সচিব কেউই কোনও আলোচনা করেননি। বিষয়টি নিয়ে দলে আলোচনা করতে হবে।’‌ পর্যটনমন্ত্রী তথা উত্তরবঙ্গের শীর্ষ তৃণমূল নেতা গৌতম দেব বলেন, ‘‌মুখ্যমন্ত্রী যে নিরপেক্ষভাবে প্রশাসন চালান, সেটা এবার সবাই বুঝতে পারবে।’‌