সিলেটের তিনটি সীমান্ত নদীর মধ্যে দুটোর জল ফুঁসছে। সোমবার বাড়ল সারী নদীর জলও। এই তথ্য জানিয়েছেন জল উন্নয়ন বোর্ডের (পাউবো) সিলেটের নির্বাহী প্রকৌশলী মহম্মদ শহীদুজ্জামান সরকার। সিলেটে সীমান্ত নদী হিসেবে পরিচিত সারী, ধোলাই এবং লোভার জলস্তর পরিমাপ করা হয়।
জানা গিয়েছে, সারী নদীর উৎসমুখ জৈন্তাপুর উপজেলার লালাখাল। সেখান থেকে নদীটি উপজেলার সারীঘাট হয়ে গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন নদীর সঙ্গে মিশেছে। সীমান্তের ওপারে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ি অঞ্চল লুংলংপুঞ্জি ও শিলংয়ের চেরাপুঞ্জি। বর্ষাকালে সেখান থেকে একটি পাহাড়ি ঝর্ণা দিয়ে জল নেমে আসে ধলাই নদে। সে এক অপরূপ সৌন্দর্য হলেও বর্ষায় পদ্মাপারে খুব ক্ষতি হয়।
জল বোর্ড সূত্রে খবর, আজও নদীর জল বাড়ছিল। দুপুর ১২টায় ৯.১১ মিটার উপর দিয়ে জল প্রবাহিত হচ্ছিল। সারী নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। জল বাড়া শুরু হয়েছে আজ সকাল থেকে। জলস্তর পরিমাপ তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় জলের উচ্চতা ছিল ৯.৪০ মিটার। দুপুর ১২টায় তা বেড়ে ৯.৫০ মিটার দিয়ে প্রবাহিত হচ্ছিল।