সুদূর লন্ডনে এবার বাংলার জয়জয়কার। বঙ্গে বহুদিন ধরে দাবি জানানোর পর যে ঘটনা সম্ভব হয়েছিল, বিদেশে শুধুমাত্র বাঙালিকে সম্মান জানাতেই সম্পন্ন হল। লন্ডনের হোয়াইটচ্যাপেল স্টেশনে বসল বাংলায় লেখা সাইনবোর্ড।
লন্ডনকে বলা হয় বাঙালির দ্বিতীয় দেশ। বিলেত বলতে পরাধীনতার সময় থেকেই বাঙালি বোঝে লন্ডন।এবার সেই লন্ডনে বাঙালিকে সম্মান দিয়ে সাইনবোর্ডে জায়গা পেল বাংলা ভাষা। ইংরাজির পাশাপাশি বাংলাতেও পড়া যাবে স্টেশনের নাম। রানির দেশেও বিশেষ সম্মান বাংলা ভাষার। পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল স্টেশন অঞ্চল বলতে গেলে ছোটখাটো পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ। ইংল্যান্ডের থাকা ৭০ শতাংশ বাঙালিই থাকেন এই অঞ্চলে।
আচমকা গিয়ে পড়লে কলকাতা বা ঢাকা বলে ভ্রম হয়। শুধু স্টেশনের নামেই নয়, এই অঞ্চলের অনেক দোকানের নামেও রয়েছে বাংলা। সূত্রের খবর, লন্ডনে বসবাসকারী বাঙালিদের বহুদিনের দাবি মেনেই এই পরিবর্তন। প্রতিদিন ওই স্টেশন দিয়ে শুধু বাঙালি নন, যাতায়াত করেন প্রায় বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন দেশের হাজার হাজার মানুষ। সেখানে আলাদা করে বাংলা ভাষায় সাইনবোর্ড, বাঙালি হিসেবে বিশেষ সম্মানের বলেই মনে করছেন সেখানকার বাংলা কমিউনিটি। উল্লেখ্য, বিশ্বের চারটি মহাদেশের ৩০টি দেশের ১০০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা নিয়ে চর্চা হয়।
You must be logged in to post a comment.