আন্তর্জাতিক টুকরো খবর

মার্কিন যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে গেল সিগনেচার ব্যাংক

সিলিকন ভ্যালি ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার তিন দিনের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটি ব্যাংক বন্ধ হয়ে গেল। এর নাম সিগনেচার ব্যাংক।

সাপ্তাহিক ছুটির দিনে নিউইয়র্কভিত্তিক এ ব্যাংক বন্ধ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। যথারীতি আমেরিকার ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন (এফডিআইসি) ব্যাংকের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়েছে।ক্রিপ্টোকারেন্সি শিল্পের অন্যতম প্রধান ব্যাংক ছিল এই সিগনেচার ব্যাংক। যার মোট সম্পদের পরিমাণ ১১ হাজার ৩৬ কোটি ডলার এবং তাদের আমানত আছে ৮ হাজার ৮৫০ কোটি ডলার।

এর আগে গত ১০ মার্চ দেউলিয়া হয়ে যায় যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি)। যা ছিল যুক্তরাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠানে ব্যর্থতার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ঘটনা। এর আগে ২০০৮ সালের ২৬ সেপ্টেম্বর ‘ওয়াশিংটন মিউচুয়াল ব্যাংক’ বন্ধের ঘটনাটি মার্কিন ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠানে ব্যর্থতা ছিল। সে হিসেবে সিগনেচার ব্যাংক বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের সেই ইতিহাসে তৃতীয় বৃহত্তম নজির।