দেশ লিড নিউজ

মুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ সিদ্দারামাইয়ার

শনিবার বেলা ১ টায় বেঙ্গালুরুর কান্তিরভা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ডি কে শিবকুমার। এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সমমনোভাবাপন্ন রাজনৈতিক দলগুলির নেতাদের আমন্ত্রণ জানিয়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। পাশাপাশি শনিবার বেঙ্গালুরুর কান্তিরভা স্টেডিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্তত আট কংগ্রেস নেতাও মন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করেন। এদিন ডঃ জি পরমেশ্বর, কেজে জর্জ, কে এইচ মুনিপ্পা, সতীশ জারকিহোলি, জমির আহমেদ, রামালিঙ্গা রেড্ডি, প্রিয়াঙ্ক খার্গ এবং এমবি পাটিল ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শপথবাক্য পাঠ করেন।

এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আব্দুল্লাহ, এনসিপি সভাপতি শরদ পওয়ার, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, পিডিপি নেতা মেহবুবা মুফতি। এছাড়াও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু, বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী।

২০১৩ সালে প্রথমবার কর্নাটকের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। প্রথমবার মুখ্যমন্ত্রী পদে কংগ্রেসের এই নেতার যাত্রা যেখান থেকে শুরু হয়েছিল, সেই একই জায়গায় এবারও মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ৭৫ বছর বয়সী সিদ্দারামাইয়া।