যিনি সবসময় স্ফুর্তির মেজাজে থাকেন হঠাৎ করেই অসুস্থ বোধ করলেন তিনি। ভর্তি করা হল হাসপাতালে। তিনি কামারহাটির বিধায়ক মদন মিত্র।
মঙ্গলবার রাতেই এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয় তাঁকে। জানা গিয়েছে, উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন তিনি। মদন মিত্রের গলার বাঁদিকের ভোকাল কর্ডে টিউমার ধরা পড়েছে। এসএসকেএম ইএনটি বিভাগের প্রধান চিকিৎসক অরুণাভ সেনগুপ্তের অধীনে ভর্তি হন মদন মিত্র।
ইতিমধ্যেই কেবিন তৈরি হয়ে গিয়েছে। তার চিকিৎসার জন্য আট সদস্যের মেডিক্যাল বোর্ডও তৈরি করা হয়েছে। মেডিক্যাল বোর্ডে রয়েছেন ই এন টি স্পেশালিষ্ট অরুণাভ সেনগুপ্ত, ডি ঘোষ, চেস্ট মেডিসিন বিভাগের সোমনাথ কুণ্ডু, মেডিসিন বিভাগের সৌমিত্র ঘোষ, কার্ডিওলজিস্ট সরোজ মণ্ডল, এন্ডোক্রিনোলজিস্ট শুভঙ্কর চৌধুরী এবং অ্যানাস্থেসিস্ট দেবব্রত দাস। ভর্তি হওয়ার আগে মদন মিত্র জানান, “অনেকদিন ধরেই অসুস্থ বোধ করছিলাম। হঠাৎই গলার আওয়াজ একদম কাকের মত শোনাতে লাগলো। আর সে কারণেই নিজে থেকেই হাসপাতালে ভর্তি হলাম।”
বুধবার সকালেই তার বেশ কিছু শারীরিক ও প্যাথলজিক্যাল পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট আসার পর তার গলায় অস্ত্রোপচার করতে হবে কিনা এবং অস্ত্রোপচার করতে হলে তা কবে করা হবে তা জানা যাবে।