কলকাতা:প্রেসিডেন্সি জেলে ভোররাতে অসুস্থ হয়ে পড়েন মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়।শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে ভর্তি এসএসকেএম হাসপাতালে৷
গতকাল নাটকীয় অধ্যায় শেষে প্রেসিডেন্সি জেলে পাঠানো হয় সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে৷সেখানেই ভোর পৌনে চারটের মদন ও শোভন অসুস্থতা বোধ করেন৷ তারপরই তাদেরকে প্রেসিডেন্সি জেল থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
এই মূহূর্তে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডের ১০৩ ও ১০৬ নম্বর কেবিনে তাদের চিকিৎসা চলছে৷ মদন মিত্রের অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তাঁকে অক্সিজেন দিতে হয়।অক্সিজেন সাপোর্ট দিতে হয়েছে শোভন চট্টোপাধ্যায়কেও৷এমনটাই হাসপাতাল সূত্রে খবর৷
গতকাল নারদ কান্ডে তৃণমূলের দুইমন্ত্রী,এক প্রাক্তন মন্ত্রী ও এক বিধায়ককে গ্রেফতার করে সিবিআই৷রবিবার সকালে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে পৌঁছে যায় সিবিআইয়ের একটি দল৷তাদের সঙ্গে ছিল বিশাল কেন্দ্রীয় বাহিনী৷ কিছুক্ষণ পর ফিরহাদের সঙ্গে বেরিয়ে আসে কেন্দ্রীয় তদন্তকারী দল। তারপর সিবিআইয়ের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেসে৷
সন্ধেয় বিশেষ সিবিআই আদালতে ভার্চুয়াল শুনানিতে, জামিন মঞ্জুর হয় চার নেতারই।তারপর তাদের জামিন দেয় বিশেষ সিবিআই আদালত।অন্যদিকে নিম্ন আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করে রাতেই হাইকোর্টে যায় সিবিআই।নিম্ন আদালতের রায়ে স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ, সিবিআই আদালতের রায়ে স্থগিতাদেশ দিয়ে জানায়, ধৃত ৪ নেতাকে বুধবার অবধি জেল হেফাজতে থাকতে হবে। সেদিনই পরবর্তী শুনানি।
সূত্রের খবর, রাজ্যপালের কাছ থেকে অনুমতি মেলার পর নারদকাণ্ডে চার অভিযুক্ত নেতা-মন্ত্রীর বিরুদ্ধে আজ আদালতে চার্জশিট পেশ করবে সিবিআই। অভিযোগ, বিধায়কদের গ্রেফতার করার আগে বিধানসভার স্পিকারের কোনও অনুমতি নেওয়া হয়নি৷