বীরভূমে বিজেপি নেতা খুনের ঘটনায় অনুব্রত মণ্ডলকে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠায় সিবিআই। আর তারপরেই অসুস্থ হয়ে বীরভূম থেকে কলকাতার এস এস কে এম হাসপাতালে গেলেন অনুব্রত মণ্ডল।হাসপাতাল সূত্রে খবর, এসএসকেএমে আনার পরে তাকে হাসপাতালের উডর্বান ওয়ার্ডের ফার্স্ট ফ্লোরে ভর্তি করা হয়। সার্জারি এবং মেডিসিন বিভাগের চিকিত্সকরা তাঁকে দেখেন। এরপর হাসপাতালে একাধিক পরীক্ষার পর তাঁকে অবশ্য ছেড়ে দেওয়া হয়। শারিরিক অবস্থা ভালো না থাকায় তিনি সিবিআইয়ের দেওয়া সমনের দিনে হাজিরা দিতে পারছেন না বলে জানিয়ে দেন।
ভোট-পরবর্তী হিংসা মামলায় দু দু’বার সিবিআই হাজিরা এড়িয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সিবিআইয়ের হাজিরা না দেওয়ার কারণ হিসেবে তিনি অসুস্থতার কারণ জানিয়েছিলেন। পরপর দুবার হাজিরা এড়ানোয় তাঁর অসুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন তদন্তকারী সিবিআই আধিকারিকরা।
প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা ভোট গননার দিন বীরভূমের গোপালনগর গ্রামে বিজেপি কর্মী গৌরব সরকার খুন হন।এই খুনের ঘটনায় নাম জড়িয়েছে অনুব্রত মণ্ডলের। তৃণমূলের বিজয় মিছিলের সময় ওই বিজেপি নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। ইতিমধ্যেই সেই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে সিবিআই। তারপরেই এই ঘটনায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় সিবিআই।
এর আগেও গত শুক্রবার সিবিআইয়ের ডাকা তলবে শারীরিক অসুস্থতার কথা জানিয়ে হাজিরা দেননি অনুব্রত। একইভাবে দ্বিতীয়বার আজও শারীরিক অসুস্থতার কথা জানিয়ে হাজিরা এড়িয়ে যান তিনি। আজ বুধবার কলকাতা হাইকোর্টে আবেদন জানান তিনি। আগামীকাল বৃহস্পতিবার এই মামলার শুনানি।