মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ৭ই ডিসেম্বর মেদিনীপুরে জনসভা করবেন। তার আগেই শুভেন্দু অধিকারী পশ্চিম মেদিনীপুরে বৃহস্পতিবার পা রাখতে চলেছেন। জানা গিয়েছে, ক্ষুদিরাম বসুর ১৩২ তম জন্মপূর্ণ লগ্নে গড়বেতার ক্ষুদিরাম বসু-র স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে একটি মূর্তি বসানো হতে চলেছে। গড়বেতার রামসুন্দর বিদ্যালয়ে ক্ষুদিরাম বসু-র মূর্তিটি প্রতিষ্ঠা করা হবে। এবার সেই মূর্তি উদ্বোধন করতে বৃহস্পতিবার দুপুরে পশ্চিম মেদিনীপুরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী, এমনটাই জানা যাচ্ছে।
আগামী ৭ই ডিসেম্বর মেদিনীপুরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা ঘিরে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে সাজো সাজো রব। জনসভাকে কেন্দ্র করে জেলার একাধিক শহর সেজে উঠছে। যে মেদিনীপুর শহরের কলেজিয়েট মাঠে রাজনৈতিক সভা অনুষ্ঠিত হতে চলেছে, সেই মাঠেও চলছে মোরাপ বাঁধার কাজ। জেলার বিভিন্ন স্থানে লাগানো হচ্ছে মুখ্যমন্ত্রীর ব্যানর, ফেস্টুন ও সভার গেট। মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সোমবার দুপুরে এখানেই জনসভায় বক্তব্য রাখবেন।