বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়ার বাবার শ্রাদ্ধ অনুষ্ঠানে অংশ নিতে মঙ্গলবার বনগাঁয় আসেন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। খাওয়া-দাওয়া শেষে শুভেন্দু জয়প্রকাশ মজুমদার এর তৃণমূলে যোগদান প্রসঙ্গে বলেন “এ বিষয়ে কিছু বলব না উনি কচুবন থেকে ঘাসবনে গিয়েছে। তৃণমূলী তাই ওনাকে করিমপুরে কচুবনে ফেলে দিয়েছিল।”
গত লোকসভা উত্তর ২৪ পরগনায় দুটি আসন জিতে ছিল বিজেপি।রাজ্য পুরভোটে বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যায় বিজেপি। বনগাঁ পুরসভার একটি ওয়ার্ডে জয় পায় বিজেপি প্রার্থী। ভোটে বনগাঁয় বিজেপির ভরাডুবি প্রসঙ্গে তিনি বলেন, “আমি এখানে এসে অনেককে জিজ্ঞাসা করলাম আঙ্গুল দেখতে চাইলাম৷ আমাকে একজনও হাতে কালি দেখাতে পারিনি৷ না ভোটার, না প্রার্থী, না ইলেকশন এজেন্ট। প্রহসন হয়েছে। কেন্দ্রীয় বাহিনীতে যখন ভোট হবে ভোটাররা সুদ-আসলে এই সোদ তুলে নেবে৷”
শুভেন্দুবাবুর এই মন্তব্য প্রসঙ্গে বনগাঁ তৃণমূলের কো-অর্ডিনেটর বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন, “ওনার চোখে সমস্যা হয়েছে ডাক্তার দেখানো উচিত। নয়তো এরপর মাথায় সমস্যা হবে। ভোট যে সঠিক হয়েছে তার প্রমাণ ওনাদের দলের পক্ষ থেকে একটিও অভিযোগ করা হয়নিI উনি বিরোধী দলনেতা তাই বিভিন্ন কথা বলে বাজার গরম করছেন।