শুক্রবার মন্ত্রিত্ব ছেড়েছেন। তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারী সেদিন সকালেই পাইলট কার এবং নিরাপত্তা ফিরিয়ে দিয়েছিলেন। তবে তাতে আমল দিল না রাজ্য পুলিশ। জানিয়ে দেওয়া হল, শুভেন্দুকে আগের মতোই নিরাপত্তা দেওয়া হবে।
শুক্রবার মন্ত্রিত্ব ছাড়ার পর নিজের মতোই ঘুরে বেড়িয়েছেন শুভেন্দু। সঙ্গে নেননি পুলিশি নিরাপত্তা। শনিবার বাড়ি থেকে বের হননি। রবিবার জেলা পুলিশ জানিয়ে দিল, আজ যেখানেই যাবেন পুলিশি সুরক্ষা তার সঙ্গে থাকবে।
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ জানিয়েছে, নিরাপত্তা সুরক্ষা প্রত্যাহার করা হচ্ছে না শুভেন্দুর। কারণ তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাই তাঁকে আগের মতোই সুরক্ষা দেবে রাজ্য পুলিশ। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সুনীল যাদব বলেন, ‘শুভেন্দুর সুরক্ষার বিষয়ে স্থিতাবস্থা বজায় রয়েছে। আগে তাঁর যা সুরক্ষা ছিল, এখনও সেই রকমই আছে।’