রাজ্য লিড নিউজ

শিব ঠাকুরের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি শুভেন্দুর

রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা। এবার শিব ঠাকুরের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি তুললেন শুভেন্দু অধিকারী।

“শিব ঠাকুরের বিরুদ্ধে সিবিআই তদন্ত হওয়া উচিত”, বুধবার ধনিয়াখালি মদনমোহন তলায় বিজেপির প্রতিবাদ সভায় এসে এমনটাই বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

অনুব্রতর জামিন নাকোচ হওয়া প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, “শিব ঠাকুর মন্ডলের বিষয়টাও কাঁথির রামচন্দ্র পান্ডার মত সিবিআই তদন্ত হওয়া উচিত। ভাইপোর একজন আইনজীবী আছে সঞ্জয় আর একজন ডিআইজি আছে শ্যাম সিং। এরা যে পুরো ষড়যন্ত্রটা করেছে সেটা পরিষ্কার হয়ে যাবে।”

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পর্ষদের ফোন নম্বর ব্যবহারের প্রসঙ্গে শুভেন্দু বলেন, “মমতা ব্যানার্জির নেতৃত্বে পুরো মন্ত্রি সভাটাই জেলে যাওয়া উচিত।”

এছাড়াও আদিবাসীদের বিভিন্ন দাবিতে অবরোধ প্রসঙ্গে বিরোধী দলনেতা তৃণমূলকে কটাক্ষ করে বলেন, “এরা জনজাতি মূলবাসীদের অপমান করে। পিছনে বসায়। আর মোদীজি দ্রৌপদী মূর্মুর মত প্রান্তিক মহিলাকে রাষ্ট্রপতি করে এই সমাজকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন। সবচেয়ে উঁচু জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন। তিনি বিরসা মুন্ডার জন্মদিনকে জনজাতীয় গৌরব দিবস হিসাবে ঘোষণা করে আদিবাসীদের সম্মান ও মর্যাদা রক্ষা করেছেন।”

পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে প্রচারের উত্তাপ। পিছিয়ে নেই শাসক, বিরোধী উভয় শিবির। শুভেন্দুর এ দিনের সভাকে ঘিরেও প্রচুর জনসমাগম লক্ষ্য করা যায়। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কেউ যে এক ইঞ্চিও মাটি ছাড়তে নারাজ তা সময় কার্যত পরিষ্কার হচ্ছে ক্রমশ।