বিনোদন

সন্তানের ছবি প্রকাশ করলেন শুভশ্রী

অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি পুত্রসন্তানের মা হয়েছেন দুপুরেই তা জানা গিয়েছিল। শনিবার দুপুর ১টা ৩৩ মিনিটে রাজ-শুভশ্রীর সন্তানের জন্ম হয়েছে। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক প্রণব দাশগুপ্তের তত্ত্বাবধানে রাজ-শুভশ্রীর সন্তানের জন্ম হয়। শুভশ্রীর ছেলের ওজন তিন কেজি। সন্তান জন্মের সুন্দর মুহূর্তের সাক্ষী ছিলেন রাজ চক্রবর্তী নিজেই। মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন।

তবে এবার সে খবর শুভশ্রী গাঙ্গুলি নিজেই জানালেন। শনিবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে সদ্য মা হওয়া এই অভিনেত্রী ছেলের সঙ্গে ছবি প্রকাশ করেছেন। মা-ছেলের ছবির ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, “আমরা ধন্য পুত্রসন্তান পেয়ে। ‘জুভান’ সবাইকে হ্যালো বলো। জুভান চক্রবর্তী।”

২০১৮ সালের ১১ মে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন শুভশ্রী।