এবার কি ভোটে দাঁড়াচ্ছেন মন্ত্রী সাধন পান্ডের মেয়ে শ্রেয়া? এই প্রশ্নই এখন উঠতে শুরু করেছে। কারণ আচমকাই বসিরহাট ছেয়ে গিয়েছে শ্রেয়ার নামের ব্যানার–পোস্টার–ফ্লেক্সে। তবে সেই পোস্টারে স্রেফ সরস্বতী পুজোর শুভেচ্ছা জানানো হয়েছে। সেই পোস্টারে শ্রেয়ার ছবি রয়েছে। যদিও নির্বাচনে লড়াই করার বিষয়ে মুকে কুলুপ এঁটেছেন শ্রেয়া। কিন্তু এই মাসের শেষে ‘সুখবর’ দেবেন বলে জানিয়েছেন তিনি।
ভোটের বাজারে হঠাৎ করেই কলকাতা থেকে সটান বসিরহাটে এসে হাজির মন্ত্রী সাধন পান্ডের মেয়ে শ্রেয়া পান্ডে। তিনি ঘুরলেন বসিরহাটের অলিগলিতে। সাধারণ মানুষের সঙ্গে আলাপ জমালেন। হাসিমুখে সেলফির আবদারও মেটালেন। আর তাতেই উস্কে উঠেছে জল্পনা! তাহলে বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকেই কি প্রার্থী হচ্ছেন শ্রেয়া পান্ডে?
একদিকে ইছামতি সেতুর ঘোজাডাঙা সীমান্ত অন্যদিকে টাকি ও ইটিন্ডা শরৎ বিশ্বাস রোডে একাধিক জায়গায় রাতারাতি পোস্টার পড়েছে। আর মাত্র কয়েকদিনের মধ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা। তার মধ্যেই সরস্বতী পুজোর শুভেচ্ছা জানিয়ে বসিরহাট দক্ষিণের শহরের প্রাণকেন্দ্রের একাধিক জায়গায় শ্রেয়ার পোস্টার পড়ায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। এবার কি তবে দীপেন্দু বিশ্বাসের বদলে বিধানসভায় প্রার্থী হচ্ছেন শ্রেয়া? এমন সব প্রশ্ন উঠতে শুরু করেছে জেলাজুড়ে।
আর জল্পনা উস্কে শ্রেয়া বলেন, ‘আমি বসিরহাটের মেয়ে। আমার জন্মস্থান এখানে। বাবা মন্ত্রী হলেও এখানকার মানুষের সঙ্গে ছোটবেলা থেকে নিবিড় সম্পর্ক রয়েছে।’ আর তৃণমূলের বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপেন্দু বিশ্বাস বলেন, ‘আমি বলতে পারি ভোট আসলে অনেক লোক এসে ঘুরে বেড়ায়। কিন্তু শেষ কথা বলবেন বা প্রার্থী ঠিক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।’
