বিনোদন

মা হচ্ছেন শ্রেয়া

জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল ​মা হচ্ছেন। নিজের সোশ্যাল হ্যান্ডেলে শ্রেয়া বেবি বাম্পের ছবি শেয়ার করলেন। আগত সন্তানকে ‘শ্রেয়াদিত্য’ বলেও সম্মোধন করেন গায়িকা।
নিজের সোশ্যাল হ্যান্ডেলে বৃহস্পতিবার সকালে শ্রেয়া ঘোষাল একটি ছবি শেয়ার করেন। যেখানে শ্রেয়া জানান, মা হতে চলেছেন তিনি। এই খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে গিয়ে শিলাদিত্য এবং তিনি রোমাঞ্চিত। পাশাপাশি তারা জীবনের একটি নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। জীবনের এই পর্যায়ে প্রত্যেকে যাতে তাদের পাশে থাকেন এবং আশীর্বাদ জানান, সেই প্রার্থনাও করেন শ্রেয়া। প্রসঙ্গত ছোটবেলার বন্ধু শিলাদিত্যের সঙ্গে বিয়ের ৬ বছর পর শ্রেয়া ঘোষালের ঘরে নতুন অতিথি আসতে চলেছে।