শ্রেয়া ঘোষাল বেবি বাম্পের ছবি শেয়ার করলেন। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট হতেই ভাইরাল। এই ছবি তুলেছেন শিলাদিত্য, ছবি সৌজন্যে শিলাদিত্যর নাম দিতেও ভোলেননি তিনি। শ্রেয়া শিলাদিত্য-র সন্তান শ্রেয়াদিত্য আসছে। শ্রেয়ার নাম থেকে ‘শ্রেয়া’ আর শিলাদিত্যর নাম থেকে ‘আদিত্য’ নিয়ে তার সন্তানকে শ্রেয়াদিত্য নামেই ডাকছেন গায়িকা। তার অপেক্ষায় শ্রেয়ার মনের সুখে দিন কাটছে।
বেবি বাম্পের ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন শ্রেয়া। ফ্যানদের সঙ্গে ভাগ করে নিয়েছেেন তার আনন্দের মুহুর্তের ছবি। বেবি বাম্পের ছবি শেয়ার করে শ্রেয়া ঘোষাল লেখেন জীবনের সবচেয়ে সুন্দর মুহুর্ত কাটাচ্ছেন তিনি। শ্রেয়াদিত্য আসার অপেক্ষায় দিন গুনছেন গায়িকা, আর তাই এটাই সেরা সময়।
২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি ছেলেবেলার বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়কে বিয়ে করেন শ্রেয়া ঘোষাল। তার আগে দুজনে ১০ বছর প্রেম করেছেন। আর ২০২১ অর্থাৎ এই বছরেই মা হবেন মেলোডি ক্যুইন।