খড়দহে ৯৩ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। পাশাপাশি, হাড্ডাহাড্ডি লড়াই চালিয়েছে বিজেপি এবং সিপিএম।
খড়দহে সর্বশেষ আপডেট, তৃণমূল পেয়েছে ১ লক্ষ ১৩ হাজার ৬৪৭টি ভোট। ৯৩ হাজার ৮৩২ ভোটে জয়ী হয়েছেন শোভনদেব।
রাজনৈতিক মহলের মতে, খড়দহ ভোট হয়েছে প্রয়াত তৃণমূল নেতা কাজল সিনহার স্মৃতি কে সামনে রেখে। খড়দহের মানুষ কাজল সিনহার উন্নয়নমূলক কাজকে শ্রদ্ধার চোখে দেখত। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে আসে খড়দহে। ভবানীপুরে আসন জিতেও মমতা বন্দ্যোপাধ্যায়কে আসন ছেড়ে দিয়েছিলেন শোভন দেব। পরে কাজল সিনহার মৃত্যুতে তিনি এই আসন থেকে লড়ে জয় ছিনিয়ে নিয়েছেন।