ব্রেকিং নিউজ রাজ্য

পার্ক সার্কাসে গুলি, নিহত ২

পার্ক সার্কাসে চলল গুলি। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনেই এক পুলিশ কর্মী এলোপাথাড়ি গুলি চালায়। একটি মোটর বাইক লক্ষ্য করে গুলি চালায় ওই পুলিশ কর্মী। যার জেরে মৃত্যু হয় এক মহিলা বাইক আরোহীর। প্রায় ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চালানো হয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

পুলিশ সূত্রে খবর ৫ দিন আগে তিনি কলকাতা পুলিশের পঞ্চম ব্যাটেলিয়নে পোস্টিং হয়েছিলেন তিনি। বাংলাদেশ দূতাবাসে প্রথম দিন ডিউটিতে এসেই এই কাণ্ড ঘটান তিনি।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, তাঁর বাড়ি উত্তরবঙ্গে। বাংলাদেশ হাইকমিশনের কিয়স্কে ডিউটিতে ছিলেন তিনি। স্থানীয় সূত্রে খবর, পার্ক সার্কাসের রাস্তার দিকে তিনি প্রথমে এগিয়ে যান। এরপর কিছুটা পিছিয়ে তিনি এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। প্রায় ১৫-১৬ রাউন্ড গুলি চালানোর পরই নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন তিনি বলে মনে করছেন তদন্তকারীরা। ওই পুলিশ কর্মীর গলার নিচে গুলির ক্ষত চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থলে পৌঁছায় কড়েয়া থানার পুলিশ। ইতিমধ্যেই ওই পুলিশ কর্মীর সার্ভিস রাইফেল নিজেদের হেফাজতে নেয় কড়েয়া থানার পুলিশ। একই সঙ্গে মৃত পুলিশ কর্মীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।