আন্তর্জাতিক

এবার বন্দুকবাজের হামলায় মৃত ৮

রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে এবার বন্দুকবাজের হানা। রাশিয়ার পার্ম স্টেট বিশ্ববিদ্যালয়ে বন্দুকবাজের হামলায় প্রাণ হারিয়েছেন ৮ জন আহত হয়েছেন ৬ জন। সোমবার হামলা চালায় এক বন্দুকবাজ। ভিতরে ঢুকেই পড়ুয়াদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। প্রাণ বাঁচাতে অনেক পড়ুয়া ক্লাসরুমে আশ্রয় নেয়। অনেকেই আবার জানলা খুলে দোতলা-তিনতলা থেকে নীচে ঝাঁপ দেয়। গুলি চালানোর ঘটনায় এখনও অবধি কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে।

সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া ছবিতে দেখা গেছে হামলাকারী কালো পোশাক পরে ছিলেন এবং তার মাথায় হেলমেট ছিল। রাশিয়ার তদন্ত কমিটি, যারা বড় অপরাধের তদন্ত করে, তারা জানিয়েছে, বন্দুকধারী বিশ্ববিদ্যালয়েরই ১৮ বছর বয়সী ছাত্র। তার কাছে একটি অস্ত্র ছিল। রাশিয়ার সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ওই বন্দুকবাজকে আটক করা হয়েছে। তাঁর কাছ থেকে একটি নন-লিথাল অর্থাৎ প্রাণঘাতী নয়, এমন বন্দুক উদ্ধার করা হয়েছে। অভিযুক্তের পরিচয় এখনও জানা না গেলেও তাঁর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্য়ে বলেই আন্দাজ করা হচ্ছে।

জানা গিয়েছে, হামলাকারী এই ঘটনার আগে সোশ্যাল মিডিয়ায় তার ইচ্ছা সম্পর্কে জানিয়েছিল। আঞ্চলিক স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে আহতদের মধ্যে কিছু মানুষ গুলিবিদ্ধ হয়েছেন এবং বাকিরা বিশ্ববিদ্যালয় থেকে পালাতে গিয়ে আহত হয়েছেন। রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ জানানো হয়, ওই বন্দুকবাজকে আটক করা হয়েছে। গুলি চালানোর ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর কথাও স্বীকার করে নেওয়া হয়।

রাশিয়ার তদন্তকারী কমিটির তরফে জানানো হয়েছে, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে এবং তদন্তও শুরু করা হয়েছে। কোনও জঙ্গি গোষ্ঠীর তরফে হামলা চালানো হয়েছিল কিনা, কিংবা কেবলই প্রতিহিংসার বশে হামলা চালানো হয়েছে, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।