জেলা

মোটরবাইক ছিনতাই করতে শুটআউট

করোনায় কাজের বাজারের অবস্থা শোচনীয় এই রাজ্যে। তাই রাজ্যজুড়ে চুরি, ছিনতাই, রাহাজানি বেড়ে গিয়েছে। তাই আরোহীকে গুলি করে মোটরবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটল। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল বালুরঘাটে। মঙ্গলবার বেশি রাতে ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের বোল্লা গ্রাম পঞ্চায়েতের নলকুড়া এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, গুলিবিদ্ধ অবস্থায় নীশীথ বিশ্বাসকে(৩৫) গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নীশীথের বাড়ি গঙ্গারামপুর থানার নাড়ই এলাকায়। তিনি পেশায় কাঠমিস্ত্রি। মঙ্গলবার রাতে বালুরঘাট থেকে মোটরবাইকে বাড়ি ফিরছিলেন। তখনই ওত পেতে বসেছিল ছিনতাইবাজরা। তারাই গুলি করে মোটরবাইক ছিনতাই করেছে। পুলিশই টহলদারি এখানে নেই বললেই চলে। ফলে রোজ এখানে অপরাধ বেড়েই চলেছে।
পুলিশ সূত্রে খবর, বাড়ি ফেরার পথে বালুরঘাট ব্লকের বোল্লা গ্রাম পঞ্চায়েতের নলকুড়া এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কে দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। নীশীথকে লক্ষ্য করে গুলি চালায় তারা। ডান হাতে গুলি লাগে নীশীথের। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই যুবক। তখনই দুষ্কৃতীরা ওই যুবকের মোটরবাইক নিয়ে চম্পট দেয়। গোটা ঘটনার তদন্তে নামা হয়েছে। এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। যদিও এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা আইনসৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন।