করোনা আবহের মধ্যেই ঘটল শুটআউট। আর তাতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গ্রামীণ এলাকায়। দলীয় কার্যালয়ে ঢুকে তৃণমূল নেতাকে গুলি করা হল। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ভাঙড়ে। এই ভাঙড়ের ত্রাস আরাবুল ইসলাম। এই কাজে তার হাত আছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ এখানে দলীয় গোষ্ঠীকোন্দল রয়েছে। তার জেরেই এই ঘটনা কিনা ভাবাচ্ছে অনেককে। যদিও অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন বোদরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা অঞ্চল সভাপতি সাদেকুল দপ্তরি।
স্থানীয় সূত্রে খবর, শনিবার বেশি রাতে পাড়ার বৈঠক সেরে বোদরা বাজারে দলীয় কার্যালয়ে বসে আলোচনা করছিলেন সাদেকুল। অভিযোগ, তখন আচমকাই চার যুবক মোটরবাইকে করে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তৃণমূল নেতা। স্থানীয়রাই তাড়া করে তিন দুষ্কৃতীকে ধরে ফেলে। আর একজন পালিয়ে যায়।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র এক রাউন্ড গুলি এবং একটি ভোজালি উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এমনকী কোনও গোষ্ঠীদ্বন্দ্বের ফসল এই ঘটনা কিনা তার জন্য তদন্তে নেমেছে পুলিশ।