টুকরো খবর ব্রেকিং নিউজ রাজ্য

দিনে দুপুরে সংশোধনাগারে শ্যুটআউট

দিনে দুপুরে সংশোধনাগারে শ্যুটআউট। গুলিতে ঝাঁঝরা করা হল এক অপরাধীকে। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের ধানবাদে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে গুলি করে হত্যা করা হয়েছে অমন সিং নামের এক বন্দুকবাজকে। প্রাক্তন ডেপুটি মেয়র নীরজ সিং খুনের অন্যতম অভিযুক্ত ছিলেন অমন। সংশোধনাগারের ভিতরে তাঁকে লক্ষ্য করে প্রায় তিন রাউন্ড গুলি চালায় আততায়ীরা। প্রতিটি গুলি গিয়ে লাগে অমন সিংয়ের পেটে। ঘটনাস্থলে মৃত্যুর কোলে লুটিয়ে পড়েন তিনি।

ঘটনায় ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে সংশোধনাগারে পৌঁছেছেন জেলাশাসক, ধানবাদের এসএসপি-সহ জেলার শীর্ষ প্রশাসনের আধিকারিকরা। ঘটনার তদন্ত শুরু হয়েছে।