জেলা ব্রেকিং নিউজ

নদিয়ার শুটআউটে গুলিবিদ্ধ ৫

সবুজসাথী প্রকল্পের সাইকেল বিক্রির অভিযোগকে কেন্দ্র করে গোলমাল। শনিবার রাত থেকে তৃণমূল ও বিজেপির সংঘর্ষে নদিয়ার হাঁসখালি থানার কৈখালি বাজার এলাকা কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। এই ঘটনায় গুলিবিদ্ধ অন্তত ৫ জন। তাঁদের মধ্যে তিনজন শক্তিনগর হাসপাতালে ভর্তি। বাকি ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

তৃণমূলের অভিযোগ, বিমল বিশ্বাস নামে এক বিজেপি কর্মী সবুজসাথী প্রকল্পের সাইকেল চুরি করে। শনিবার রাতে কাউকে ৪০০ আবার কাউকে ৫০০ টাকার বিনিময়ে সাইকেল বিক্রি করছিল সে। বিমল বিশ্বাস একটি স্কুলের টিচার-ইন-চার্জ হওয়ায় ওই সাইকেল হাতে পাওয়া সুবিধা হয়েছে বলেও অভিযোগ। তাতেই বাধা দেন স্থানীয়রা। তা নিয়েই বিমল বিশ্বাসের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। মুহূর্তের মধ্যে পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে। অভিযোগ, বিমল বিশ্বাসের ছেলেই গুলি চালায়। এই ঘটনায় ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন।

অভিযোগ, বিক্ষোভকারীরা শক্তিনগর হাসপাতালেও যায়। সেখানেও একপ্রস্থ অশান্তি শুরু হয়। তৃণমূল ও বিজেপি দু’পক্ষ অশান্তিতে জড়িয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। পরে যদিও বিশাল পুলিশবাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। রাজনৈতিক সংঘর্ষে গুলি চলার পর থেকে থমথমে গোটা এলাকা। যাতে নতুন করে কোনও অশান্তি না হয় তাই বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। এই ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।