বর্ষবরণের আগেই শুটআউটের ঘটনা ঘটল কল্লোলিনী কলকাতায়। আর তার জেরে শিউরে উঠল বাংলার মানুষ। লেকটাউনে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে লেকটাউনের বসাকবাগানে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রাতেই গুলিবিদ্ধ অবস্থায় ব্যবসায়ী রাকেশ সিংকে আনা হয় আর জি কর হাসপাতালে। পেশায় ব্যবসায়ী রাকেশ সিং পাতিপুকুরের বাসিন্দা।
গুরুতর জখম এক ব্যবসায়ী। চিকিৎসকরা জানান, তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। কে বা কারা গুলি চালাল তা খতিয়ে দেখছে পুলিশ। ব্যবসার কাজ সেরে বাড়ি ফিরছিলেন। বুধবার রাতে তখন তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পেটের ঠিক বাঁ–দিকে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন রাকেশ। স্থানীয়রাই তাঁকে উদ্ধার করেন। ততক্ষণে অবশ্য অচেতন হয়ে গিয়েছেন ওই ব্যবসায়ী।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্যবসায় পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা। তবে ঘটনায় অন্য কোনও কারণ রয়েছে কি না খতিয়ে দেখছে লেকটাউন থানার পুলিশ। অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে বলে খবর।
উল্লেখ্য, কয়েকদিন আগে শালিমার স্টেশনের কাছে গুলি চলে। জখম হন এক তৃণমূল নেতা। তিনি নির্মাণ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে দু’জনকে বর্ধমানের মেমারি এবং একজনকে হাওড়া স্টেশন সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
