রাতের অন্ধকারে শুটআউট। আর তার জেরে প্রাণ গেল এক ব্যক্তির। গুলি করে খুনের ঘটনা ঘটল হাওড়ার বেলিলিয়াস রোডে। যেখানে এই রাস্তা সবসময় জমজমাট থাকে। সেখানে কী করে অন্ধকারের সুযোগ নিয়ে গুলি করে খুন করা হল তা বুঝতে পারছেন না বাসিন্দারা। মৃতের নাম বুবুন হাইত। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রাতে গুলির শব্দে ঘুম ভেঙে যায় একাধিক বাসিন্দাদের।
পুলিশ সূত্রে খবর, শনিবার রাত ১০টা নাগাদ ঘটনাটি ঘটে হাওড়ার বেলিলিয়াস পার্কের সামনে। প্রোমোটারি সংক্রান্ত বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। রাতে নিহত বুবুনের কয়েকজন সঙ্গী তাঁকে ডেকে পাঠায় বেলিলিয়াস পার্কের সামনে। অভিযোগ, আচমকা বুবুনের মাথা লক্ষ্য করে গুলি চালায় উপস্থিত দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন বুবুন।
তদন্তে নেমে সিসিটিভি ফুটেজে দেখা যায় একটি মোটরবাইকে চেপে দুষ্কৃতীরা পালাচ্ছে। এই খুনের ঘটনার সঙ্গে তারাই জড়িত কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। খুনের ঘটনায় তদন্ত শুরু করেছে হাওড়া ব্যাঁটরা থানার পুলিশ ও গোয়েন্দারা। প্রাথমিক তদন্তের পর কয়েকজন অপরাধীর নাম উঠে এসেছে। তাদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। তবে এই ঘটনায় আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা।