টানা বৃষ্টিতে জলমগ্ন এলাকা। কৃষি জমির পাশাপাশি জল জমে বাড়ির ভিতর। জল নিকাশির জন্য তাই বাধ্য হয়ে রাস্তা কেটে জল নিকাশির ব্যবস্থা করছেন এলাকার সাধারণ মানুষ। আর তাতেই গণ্ডগোল। দুই গ্রামের মধ্যে খণ্ডযুদ্ধ। চলল গুলি, পড়ল বোমা। এমনই ঘটনা দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ের ভোগালি ২ গ্রাম পঞ্চায়েত এলাকায়।
বাগজেলা খালের পাড়ে বানিয়াড়া ও চিলেতলা গ্রাম। প্রবল বৃষ্টিতে প্লাবিত হয়ে চিলেতলা গ্রামের চাষির জমি। জল উঠেছে বাড়িতে। তাই বাধ্য হয়েই জল নিকাশির জন্য চিলেতলা গ্রামের আবালবৃদ্ধবনিতারা সমবেত হয়ে জল নিকাশির জন্য খালের পাড়ের রাস্তা কাটে। অভিযোগ সেই সময় বানিয়াড়া গ্রামের লোকজন সেই সময় আগ্নেয়াস্ত্র বোম নিয়ে অতর্কিত ভাবে তাদের উপর হামলা চালায়।
মাথা ফাটে কয়েকজনের। অপর দিকে বানিয়াড়া গ্রামের মানুষের অভিযোগ, গ্রামের সাধারণ মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম এই রাস্তা। সেই রাস্তাটিই কেটে চিলেতলা গ্রামের মানুষ সাধারণ মানুষকে অসুবিধাই ফেলছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালে কাশিপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।