জেলা

তৃণমূলের কোন্দলে শুটআউট, মৃত ১

অন্ডালে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে শুটআউট হল। তার জেরে একজনের প্রাণ গেল। খাসকোজোয়ারা কোলিয়ারিতে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরেই এই ঘটনা ঘটেছে বলে খবর। খনির কয়লা লিফটিংয়ের দায়িত্ব কার হাতে থাকবে, তা নিয়ে অন্ডালে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। তার জেরে গুলিতে প্রাণ গেল এক তৃণমূল কর্মীর। ঘটনার পর পলাতক অভিযুক্ত।
অন্ডালে তৃণমূল কর্মীকে গুলি করে খুন। নিহতের নাম ধরমবীর নুনিয়া। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। সক্রিয় তৃণমূল কর্মী হিসেবেই এলাকায় পরিচিত তিনি। বুধবার রাতে দলের কয়েকজনের সঙ্গে মদের আসরে বসেছিলেন তিনি। সেখানেই কয়লার লিফটিংয়ের দখল নিয়ে বিদ্যুৎ লুনিয়া নামে এক যুবকের সঙ্গে বচসা বাঁধে ধরমের। বচসা থেকে হাতাহাতি হতেই আচমকাই ধরমকে লক্ষ্য করে গুলি চালায় বিদ্যুৎ বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই তৃণমূল কর্মী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। আহত হন আরও ২ জন।
গুলিবিদ্ধ অবস্থায় দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি আরও দু’‌জন। অভিযোগ, খাসকাজোরা কোলিয়ারিতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। এলাকায় এখনও উত্তেজনা রয়েছে। ঘটনায় অন্ডাল থানা ঘেরাও করেছে এলাকাবাসীরা। মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে এই বিষয়ে এখনও মুখ খোলেনি স্থানীয় তৃণমূল নেতৃত্ব।