সাংবাদিক বৈঠক করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তখনই হোয়াইট হাউসের সামনে গুলি চলার বিকট আওয়াজ। স্মৃতিতে ভেসে উঠল লাদেনের টুইন্স টাওয়ার ধ্বংসের ঘটনা। তাই কোনও ঝুঁকি না নিয়ে সাংবাদিক সম্মেলনের মধ্যে ঢুকেই ট্রাম্পকে সরিয়ে নিয়ে গেলেন সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
এই ঘটনার বেশ কিছুক্ষণ পর ফের সাংবাদিক সম্মেলনে ফেরেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, ল এনফোর্সমেন্ট এক ব্যক্তিকে লক্ষ করে গুলি চালিয়েছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওই সন্দেহভাজন ব্যক্তি সশস্ত্র অবস্থায় ছিল বলে মনে করা হচ্ছে। কড়া নিরাপত্তার মধ্যেও আচমকাই বন্দুক হাতে এক ব্যক্তি ঢুকে পড়ে। আর এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। পালটা গুলি চালায় নিরাপত্তারক্ষীরা। গুলির আঘাতে আততায়ী আহত হয়। সে এখন হাসপাতালে ভর্তি।
এদিন ট্যুইট করে সিক্রেট সারভিস জানায়, শ্যুটিংয়ে জড়িয়ে পড়া ইউএসএসএস অফিসারের বিষয়ে তদন্ত চলছে। এক ব্যক্তি ও এক ইউএসএসএস অফিসারকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার সময় একবারও হোয়াইট হাউস প্রাঙ্গণের নিরাপত্তায় ফাঁক ফোকড় দেখা যায়নি এবং কারও কোনও বিপদ আসেনি। উল্লেখ্য, জুন মাসে জর্জ ফ্লয়েড হত্যার ঘটনার প্রতিবাদে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। বিক্ষোভকারীরা হোয়াইট হাউসের সামনে পৌঁছে বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন। তখন পরিস্থিতি বেগতিক বুঝে কিছুক্ষণের জন্য ট্রাম্পকে হোয়াইট হাউসের বাঙ্কারে নিয়ে যাওয়া হয়।