রাণাঘাটের সেনকো গোল্ডের ডাকাতির ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতারির পর সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য। মাস ছয়েক আগে শক্তিগড়ে ফিল্মি কায়দায় কয়লা মাফিয়াকে খুনের ঘটনায় জড়িত এই অভিযুক্ত। ধৃতের নাম কুন্দন। এতদিন তাঁর সন্ধানেই খোঁজ চালাচ্ছিল পুলিশ।
রানাঘাটের চাবি গেটে অবস্থিত সেনকো গোল্ডের শাখায় মঙ্গলবার দুপুরে হয় দুঃসাহসিক ডাকাতি। ৯-১০ জন ডাকাতের দল আগ্নেয়াস্ত্র নিয়ে দোকানে ঢুকে লুঠপাট চালায়। ঘটনার পর দুষ্কৃতিদের ধাওয়া করে তখনই চারজনকে ধরে পুলিশ। সিসিটিভি ফুটেজে অভিযুক্তদের মুখ দেখে সেদিনই রাতে গ্রেফতার করা হয় আরও একজনকে। পরে এদিন ডাকাতির অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে কুন্দনকে গ্রেফতারের পরই সামনে আসে চাঞ্চল্যকর এই তথ্য। কয়লা মাফিয়া রাজু ঝাঁ খুনে যুক্ত এই কুন্দন।
চার মাস পর রাজু খুনের মূল চক্রী কুন্দন ধরা পড়ল এই ডাকাতির ঘটনায়। যাদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের মধ্যে রাজু পাসোয়ান, রিক্কি পাসোয়ান এবং মণিকান্ত যাদবের বাড়ি বিহারের বৈশালীতে। কুন্দনের হাত ধরেই এই তিন জনের অপরাধ জগতে প্রবেশ। পুলিশ আরও জানিয়েছে, রাজু এবং রিক্কিকে ‘শার্প শুটার’ হিসাবে নিয়োগ করছিলেন এই কুন্দনই।