ভর দুপুরে দুষ্কৃতীদের সঙ্গে গুলির লড়াইয়ে চাঞ্চল্য ছড়ালো নিউটাউনে। সেখানকার এক আবাসনে রাজ্য পুলিসের এসএটিএফের সঙ্গে গুলির লড়াই হল দুষ্কৃতীদের। সূত্রের খবর, পুলিশের গুলিতে দুই দুষ্কৃতীর মৃত্যু হয়েছে। এসটিএফ-এর এক জওয়ান আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, মৃত দুই গ্যাংস্টারের নাম যশপ্রীত জসসি এবং জয়পাল বুল্লার।
তাঁদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। মূলত পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেড ছিল এই দুজন। সূত্রের খবর, লুধিয়ানা পুলিশের এএসআই ভগবান সিং ও দিলেন্দর জিৎ সিংকে খুনের অভিযোগ রয়েছে সিং ভুল্লারের বিরুদ্ধে। এরপর থেকেই পঞ্জাব পুলিশ খুঁজছিল তাদের।
সূত্রের খবর, সাপুরজির আবাসনে গা ঢাকা দিয়েছিল পঞ্জাবের এক গ্যাংস্টার। গোপন সূত্রে সেই খবর পেয়ে হানা দিয়েছিল এসটিএফ-এর একটি দল।তাঁরা ঘিরে ফেলেন আবাসনটি। আচমকাই এসটিএফ অফিসারদের লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। পাল্টা জবাব দেয় এসটিএফ। গুলিতে মৃত্যু হয় দুই দুষ্কৃতীর। আপাতত সেখানে আরও কেউ লুকিয়ে আছে কিনা তার খোঁজ চলছে।
ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। গেছেন বিধাননগরের পুলিশ কমিশনার। এলাকায় ব্যাপক চাঞ্চল্য। এসটিএফ প্রধান বিনীত গোয়েল জানিয়েছেন,নিউটাউনের ওই ঘরে তল্লাশি চালিয়ে পুলিশ নগদ সাত লক্ষ টাকা, ৫টি আগ্নেয়াস্ত্র, ৮৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে। আপাতত পাঞ্জাব পুলিশের সঙ্গে যোগাযোগ করছে কলকাতা পুলিশ।
You must be logged in to post a comment.