জেলা ব্রেকিং নিউজ

Shoot Out: রাতের অন্ধকারে হাবরায় শুট আউট

উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থানা অন্তর্গত শ্রীনগর এলাকায় রাতের অন্ধকারে শুট আউটের ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১২ টা নাগাদ শ্রীনগর এলাকায় পরপর বেশ কয়েকটি বোমা বিস্ফোরণ করা হয়। ঠিক তারপরই স্থানীয় দুই যুবকের উপর চালানো হয় গুলি। দুই যুবককে রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যায় হাবরা স্টেট জেনারেল হাসপাতালে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাদের রেফার করে কলকাতা একটি বেসরকারি হসপিটালে। বর্তমানে তারা বেসরকারি হসপিটালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, আহত দুই যুবকের নাম রাজু ঘোষ ও শান্তনু রায়। কি কারণের এই ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। যদিও বা এ বিষয়ে হাবরা পৌরসভার ভাইস চেয়ারম্যান শীতাংশু দাস এর সাথে কথা বলতে গেলে তিনি জানান, এর সাথে রাজনৈতিক কোনো শত্রুতা থাকলে থাকতে পারে। এই ঘটনার তদন্তে নেমে হাবরা থানার পুলিশ ইতিমধ্যে একজনকে আটক করেছে। আরো কে বা কারা এ ঘটনার সাথে জড়িত রয়েছে তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে হাবরা থানার পুলিশ।