রাজ্য লিড নিউজ

মর্মান্তিক! বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু বাবার, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলেরও

পড়ে থাকা হাইটেনশন বিদ্যুতের তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল বাবার, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলেরও।

শুক্রবার সন্ধ্যায় মোহনপুর থানার শিয়ালসাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধৌড়জামুয়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। জানা গেছে, ধৌড়জামুয়া এলাকার বাসিন্দা ৫৬ বছর বয়সী দুলাল চন্দ্র কর বিকেলে বাড়ি থেকে কিছুটা দূরে ধান জমিতে বাড়ির গবাদিপশুর জন্য ঘাস কাটতে গিয়ে যান। সেখানে পড়ে থাকা হাইটেনশন বিদ্যুতের তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার।

এরপর দীর্ঘক্ষণ বাবা ফিরছে না দেখে বাবাকে ডাকতে গিয়ে সেখানে ফের বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় তার ছেলে ২৯ বছর বয়সী বিষ্ণুপদ করের। এরপর স্থানীয়রা দুজনকে বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় স্থানীয় বাসিন্দারা বিদ্যুৎ দপ্তরের গাফিলতি নিয়ে সরব হয়। ঘটনাস্থলে উপস্থিত হয় মোহনপুর থানার পুলিশ। একই সাথে হাইটেনশন বিদ্যুতের তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে বাবা ছেলের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এলাকায়।