চীনের দক্ষিণাঞ্চলে একটি কয়লা খনিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। ভূপৃষ্ঠের নীচে এই কয়লা খনি থাকার কারণে খনির মধ্যেই জীবন্ত দগ্ধ হয়ে অন্তত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। রবিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে চিনের দক্ষিণ-পশ্চিমের গুইঝো প্রদেশের পানঝাউ শহরে।
জানা গিয়েছে, চিনের রাজধানী বেজিং থেকে ৩,৬০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে পানঝাউ শহরের গুইঝো প্রদেশের শানজিয়াওশু কয়লাখনিটি অবস্থিত। সূত্র মারফত জানা গিয়েছে, এদিন স্থানীয় সময় সকাল ৮টা ১৫ মিনিট নাগাদ কয়লা খনিটিতে আগুন লাগে। তখন ওই খনির ভিতরে কমপক্ষে ১৬ জন কর্মী ছিলেন। মুহূর্তের মধ্যেই আগুনে জীবন্ত দগ্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়। কনভেয়ার বেল্ট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে পানঝাউ প্রশাসনের তরফে জানানো হয়েছে।
উল্লেখ্য, চীন বিশ্বের বৃহত্তম গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী। সাম্প্রতিক সময়ে বায়ু এবং সৌর শক্তির ক্ষমতার ব্যাপক প্রসার থাকা সত্ত্বেও দেশটি বিদ্যুতের জন্য কয়লার উপর প্রচুর নির্ভর করে চলেছে। ইতিমধ্যেই চীনের কয়লা খনিকর্মীদের নিরাপত্তা ব্যবস্থার কাঠামো উন্নতি করা হয়েছে। এমনকী অনেক প্রোটোকলও মানা হচ্ছে। এতকিছুর পরেও কয়লা খনি কর্মীদের কেন মৃত্যু ঘটছে? তা নিয়েই উঠছে একাধিক প্রশ্ন।