রাজ্য লিড নিউজ

মর্মান্তিক: অ্যাম্বুলেন্সের ধাক্কায় মা এবং মেয়ের মৃত্যুতে জাতীয় সড়ক অবরোধ, অ্যাম্বুলেন্সে আগুন

উলুবেড়িয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় মা এবং মেয়ের মর্মান্তিক মৃত্যু। ঘটনায় রণক্ষেত্র এলাকা। জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দের।

অ্যাম্বুলেন্স মানুষের প্রাণ বাঁচায়। তবে আজ বিরল ঘটবার সাক্ষী হয়ে থাকলো উলুবেড়িয়ার জগৎপুর এলাকার বাসিন্দারা। অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত্যু হল মা এবং মেয়ের। উলুবেড়িয়ার জগৎপুর জোড়াকলতলায় ১৬ নম্বর জাতীয় সড়কের এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল উলুবেড়িয়ার জোড়া কলতলা।

অ্যাম্বুলেন্সে আগুন লাগিয়ে দিয়ে ১৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের দাবি, বাগনানে বৃত্তি পরীক্ষা দিতে যাওয়ার জন্য জোড়া কলতলাতে জাতীয় সড়কের পাশে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন মা অপর্ণা পাড়াল (৪০)ও মেয়ে টুসু পাড়াল (১০)। সেই সময় নিয়ন্ত্রন হারিয়ে একটি অ্যাম্বুলেন্স দুজনকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।

এরপরই অ্যাম্বুলেন্সে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। অ্যাম্বুলেন্সের চালক পলাতক। স্থানীয় বাসিন্দারা মৃতদেহ আটকে রেখে রাস্তায় টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ক অবরোধ করেন। জ্বালিয়ে দেওয়া হয় ঘাতক অ্যাম্বুলেন্সটিকে। ঘটনাস্থলে ছুটে আসে উলুবেড়িয়া থানার পুলিশ। এই মুহূর্তে ১৬ নম্বর জাতীয় সড়ক যান চলাচল বন্ধ। স্থানীয়দের অভিযোগ, আন্ডারপাস না থাকায় ওই এলাকায় প্রায় দুর্ঘটনা ঘটছে। তারা আন্ডারপাসের দাবি জানান।

ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। নামানো হয়েছে ৱ্যাফ। পাশাপাশি দমকলবাহিনী ঘটনাস্থলে মোতায়ন রয়েছেন। এলাকার মানুষ এখনো পথ অবরোধে বসে রয়েছেন। তাদের দাবি যতক্ষণ না লিখিতভাবে ভুগর্ভস্থ রাস্তা নির্মাণের আশ্বাস তারা পাচ্ছেন, তারা অবরোধ তুলবেন না এবং মৃতদেহ তুলতে দেবেন না। ঘটনার জেরে ১৬ নম্বর জাতীয় সড়কের দু’ধারে প্রায় তিন থেকে চার কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।
ঘটনাস্থলে রয়েছে বাগনান থানার পক্ষ থেকে একটি বিশাল পুলিশ বাহিনী। তাঁরা আলাপ আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।