মর্মান্তিক! উত্তরপ্রদেশের কয়েকটি জেলায় বজ্রপাতে এক দিনেই মৃত্যু হল ৩৭ জনের। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে প্রতাপগড় জেলায়। সেখানে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতও হয়েছে বেশ কয়েকজন। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।
গত কয়েক দিন ধরেই উত্তরপ্রদেশে ভারী বৃষ্টি হচ্ছে। বুধবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয় রাজ্যের বেশ কয়েকটি জেলায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাকৃতিক দুর্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে বজ্রপাতে মৃত্যু ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। বজ্রপাতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে প্রতাপগড় জেলায়। তারপরই রয়েছে সুলতানপুর। সেখানে ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও চন্দৌলিতে ৬, মৈনপুরীতে ৫ এবং প্রয়াগরাজে ৪ জনের মৃত্যু হয়েছে।
আগামী কয়েক দিনে রাজ্যে আরো ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস। একইসাথে এই দুর্যোগে খুব প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।