ব্রেকিং নিউজ রাজ্য

মর্মান্তিক! বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে মৃত ৩, আহত ১০

জলের ট্যাঙ্ক ভেঙে বড়সড় দুর্ঘটনা বর্ধমান স্টেশনে। বুধবার বেলা ১২টা নাগাদ স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে দুর্ঘটনাটি ঘটেছে বলেই জানা গিয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনায় আহত ১০ জন। আহতদের চিকিৎসা চলছে। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে বর্ধমানের জিআরপি ও আরপিএফ এবং বর্ধমান থানার পুলিশ। গোটা ঘটনায় স্টেশন চত্বরজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

রেল সূত্রে জানা গিয়েছে, বর্ধমান স্টেশনের ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মের উপরে ১৫ হাজার ৮০০ গ্যালনের বিশাল জলের ট্যাঙ্কটি রাখা ছিল। আচমকাই সেটি ভেঙে পড়ে ঘটে বিপত্তি। ঘটনার খবর পেয়েই ছুটে আসেন রেলপুলিশ ও দমকল কর্মীরা। স্টেশন চত্বরে তুমুল হৈ হট্টগোল শুরু হয়। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ চলে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে বর্ধমান মেডিক্যালে কলেজে নিয়ে যাওয়া হয়।

মর্মান্তিক এই দুর্ঘটনায় রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনায় বর্ধমান দক্ষিণের তৃণমূলের বিধায়ক খোকন দাস বলেন, “তাপ্পি দিয়ে আর কতদিন চলবে? পুরোপুরি রেলের গাফিলতি। ভাঙা জিনিসের উপরেই তারা সুন্দর করে রং করে দেয়।”