শিশুদের মধ্যে ‘ডোরেমন’-এর জনপ্রিয়তার কথা নতুন করে বলার কিছু নেই। জাপানের দুই লেখক ফুজিকো ফুজিওর তাঁদের কর্মজীবনে নীল রঙের রোবটিক বিড়াল ‘ডোরেমন’-এর জন্য পেয়েছেন বহু পুরস্কার।
‘ডোরেমন’ যাঁর কাছে থাকেন, সেই দুষ্টু শিশু নোবিতার সঙ্গে তাঁর বন্ধুত্বই গল্পের মূল প্লট। আর নোবিতা, শিজুকাকে মুগ্ধ করার চেষ্টায় রয়েছে, যাকে ডোরেমন সাহায্য করছে। তবে আসল মজার ঘটনাটাই ঘটতে চলেছে ‘ডোরেমন’-এর পরবর্তী পার্ট ‘Stand by Me Doraemon 2’-এ। এটি ২০১৪য় মুক্তি পাওয়া Stand by Me Doraemon-এর সিক্যুয়েল। যেখানে দর্শকরা নোবিতার সঙ্গে শিজুকার বিয়ে দেখতে পাবেন। ছবির পোস্টারে নির্মাতারা সেটাই প্রকাশ্যে এনেছেন। নোবিতা ও শিজুকার বিয়ের খবরে নেটিজেনরা উচ্ছ্বসিত। অনেকেই লিখেছেন এই ছবিটি ফের একবার তাঁদের শৈশব ফিরিয়ে দিতে চলেছে।
ছবিটি গত নভেম্বরে (২০২০) জাপানে মুক্তি পেয়েছিল। ভারত ও ইন্দোনেশিয়ায় ২০২১-এর ফেব্রুয়ারিতে মুক্তি পেতে চলেছে ‘Stand by Me Doraemon 2’।