সমাজবাদী পার্টি, আরজেডি’র পর এবার বাংলার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পূর্ণ সমর্থনের কথা জানিয়ে দিল শিব সেনা। একটি আসনেও প্রার্থী দেবে না উদ্ধব ঠাকরের দল। বরং সমর্থন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। বৃহস্পতিবার টুইটে এই কথাই জানিয়েছেন শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত। মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘বাংলার বাঘিনী’ বলেও উল্লেখ করেছেন তিনি।
গত জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে বাংলার নির্বাচনে অন্তত ১০০ জন প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছিল মহারাষ্ট্রের ক্ষমতাসীন উদ্ধব ঠাকরের দল। টুইটে ‘জয় হিন্দ, জয় বাংলা’ লিখে নির্বাচনী লড়াইয়ের কথা বলেছিলেন দলীয় মুখপাত্র সঞ্জয় রাউত। হিন্দুত্ববাদী দল হিসেবে পরিচিত শিবসেনা এই রাজ্যের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের মতো জায়গায় লড়াইয়ের জমি খুঁজেছিল। সেখানে এভাবে পিছিয়ে গিয়ে বাংলার নেত্রীকে জায়গা ছেড়ে দেওয়া নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার টুইটে শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত জানালেন, বঙ্গের নির্বাচনে তাঁরা আলাদা করে লড়বেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকেই বিজেপি বিরোধিতায় নিজেদের ভূমিকা পালন করবেন। এরপরই সঞ্জয় রাউত জানান, ‘আমরা বিশ্বাস করি, মমতা বন্দ্যোপাধ্যায়ই বাংলার আসল বাঘিনী। তিনি বাঘিনীর মতো লড়াই করেন। তাই তাঁর সাফল্য কামনা করছি।’ শিবসেনার এই সিদ্ধান্তে বিজেপির প্রত্যাশিত হিন্দু ভোট পেতে সাহায্য করা বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
